আমজাদ আলী, মালদা: বিবাহের দু মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী এক মহিলা ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার নুরপুর অঞ্চলের ব্রাহ্মণগ্রাম এলাকায়। ঘটনায় পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মহিলা ও তার পরিবারের লোকজন পলাতক। স্থানিয় সুত্রে জানা যায়, মৃত ওই গৃহবধূর নাম চুমকি ঘোষ সরকার(২০)। স্বামীর সুমিত সরকার ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত।
শশুর শাশুড়ির সাথে থাকতেন এই গৃহবধূ। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ,পাশের বাড়ির এক মহিলা ছায়া ঘোষের সাথে তাদের মৃতার স্বামীর বিবাহের আগে অবৈধ সম্পর্ক ছিল। তবে এই সম্পর্ক দূরে সরিয়ে গত দুইমাস আগে অনুষ্ঠান করে বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা চুকমি ঘোষের সাথে বিবাহ হয়। তবে এই বিবাহের পর গ্রামের ওই মহিলা কোনভাবে সুমিত সরকারের সাথে সম্পর্কে বিচ্ছেদ মেনে নিতে চাইছেন না। বিভিন্নভাবে গৃহবধূর ওপর আক্রমণ চালাচ্ছিলেন ওই মহিলা। শুক্রবার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ।
অভিযোগ এই ফাঁকা বাড়ির সুযোগে গৃহবধূকে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। গোটা ঘটনাই মহিলা ছায়া ঘোষের ও তার পরিবারের উচিত শক্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অভিযোগ পেলে সে বিষয়ে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে মানিকচক থানার পুলিশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post