নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভাটপাড়া পুরসভার পুর প্রশাসক গোপাল রাউতের উদ্যগে দুয়ারে স্বাস্থ্য পরিষেবার প্রথম ধাপ দুয়ারে এম্বুলেন্স পরিষেবা চালু হল। পুরসভায় কন্ট্রোল রুম খুলে কর্মী নিযুক্ত করে দিবারাত্র এই পরিষেবা চালু থাকবে। কন্ট্রোল রুমে থাকা রেজিস্টার বুকে নথিভুক্ত থাকবে, এম্বুলেন্সগুলো কখন কোথায় গেল।
আরো পড়ুন ভোট লুঠ, সন্ত্রাস ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে বামেদের ধিক্কার মিছিল পানিহাটিতে
পুর প্রশাসক গোপাল রাউত বলেন, আপাতত দশটি এম্বুলেন্স নিয়ে এই পরিষেবা চালু হল। প্রয়োজনে নতুন এম্বুলেন্স কেনা হবে। তবে গভীর রাত কিংবা ভোর রাতে রোগীর পরিবারের কাছ থেকে ফোন পেলেই এম্বুলেন্স তার বাড়ির দুয়ারে পৌঁছে যাবে। পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি বলেন, নবকলবরে এম্বুলেন্সে পুরসভা চালু করা হল। কন্ট্রোল রুমে দিনরাত কর্মীরা হাজির থাকবেন, তারাই এম্বুলেন্সে করে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে পুরসভায় ফিরবে।
আরো পড়ুন প্রশাসনের শত বাঁধা সত্ত্বেও জিত হয়েছে দাবি কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের
পরিষেবা উন্নত করতে আগামীদিনে এম্বুলেন্সের সংখ্যা আরও বাড়েনো হবে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের সি আই সি মনোজ গুহ, অমিত সাউ, ধর্মেন্দ্র সিং প্রমুখ।
Discussion about this post