নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: সোমবার পূর্বস্থলী ১ ব্লকে জাহান্নগর পঞ্চায়েতের মাধাইপুরে্র গঙ্গায়, উত্তরায়নের পূণ্যস্নানের মধ্যে দিয়ে শুরু হলো কাঁদুনির মেলা। গঙ্গার পাড়ে সেই উপলক্ষে হাজার হাজার পূণার্থীর সমাগম হয়েছে। এলাকা জুড়ে বসেছে প্রচুর দোকানপাট। পূণ্যস্নানে আসা পূণার্থীদের একাংশদীর নিয়ে ৫টি ধর্মীয় পুজাপাঠের আখরা বসেছে। মেলা কমিটির তরফে সকল পূণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে।
পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে গঙ্গাপাড়ের মঞ্চে। প্রাচীন এই কাঁদুনির মেলা দেখতে দূরদুরান্তের মানুষজন এসেছেন মাধাইপুরে। জানাগিয়েছে, প্রায় ২০০ বছর আগে এই কাঁদুনির মেলা শুরু হয়। মাধাইপুর শ্মাশানঘাটে শত শত মৃতদেহ দাহ করা হয়। পরে তাদেরই আত্মীয় পরিজনরা উত্তরান্তির পূর্ণদিনে আসেন মাধাইপুর স্নানঘাটে। গঙ্গায় পবিত্র পূন্য স্নানে পর তাদের প্রয়াত মৃতব্যক্তির উদ্যেশে, চোখের জল ফেলেন। কেউ কেউ কান্নায় ভেঙে পরেন। প্রচুর মানুষের আগমনে নদীপাড়ে মেলা বসা শুরু হয়। এই মেলাকেই তৎকালিন সময়ে কাঁদুনির মেলা বলা হতো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post