নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বিয়ের দিন সব মেয়েরাই নিজেকে সেরা সুন্দর করে সাজিয়ে তুলতে চান। এরজন্য প্রয়োজন মেকআপ আর্টিসদের। ইদানিং মেকআপ আর্টিসদের কদর তুঙ্গে। বেকার-যুবকদের স্বনির্ভর করার লক্ষে বৃহস্পতিবার সন্ধেতে প্রিয়াস মেক ওভারের তরফে শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারে ফ্রিতে একদিনের ব্রাইডাল মেকআপ সেমিনারের আয়োজন করেছিল। সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন। এদিনের সেমিনারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা হাজির হয়েছিলেন।
সেমিনারে উপস্থিত ছিলেন অভিনেত্রী টুইংকেল বড়ুয়া ও অস্মিতা বৈদ্য এবং মডেল রিয়া মন্ডল। এদিন ব্রাইডাল, রিসেপশন ও ওয়েস্টার্ন- এই তিনটে লুকের প্রশিক্ষণ দেওয়া হয়। বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষে ভ্রাম্যমাণ সেমিনারের ওপর জোর দেবার অঙ্গীকার নিয়েছে প্রিয়াস মেক ওভার। সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল বলেন, আজকে তিনটি লুক শেখানো হয়েছে। আগামীদিনে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে সেমিনার করার চেষ্টা করা হবে। আগামী ১৯ জুন শ্যামনগর রবীন্দ্রভবনে অনুষ্ঠানের মাধ্যমে অনন্য সম্মান দেওয়া হবে।
Discussion about this post