পাঞ্চজন্য রায়, দুল্লভছড়া (আসাম) : প্রতিটি গ্রামের কৃষকদের থেকে এবছরে ১০ লক্ষ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা মহাশয়ের (Himanta Biswa Sarma) নির্দেশে সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে জেলা উপাযুক্তের উপস্থিতিতে আজ রাতাবাড়ি সমষ্টির দুল্লভছড়া ব্লকের লালছাড়া গাঁওপঞ্চায়েত কাৰ্য্যলয় পেক্ষাগৃহে লালছড়া পঞ্চায়েত সভাপতি সঞ্জয় গোস্বামীর সভাপতিত্বে বিশেষ গাঁও সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
ধান ক্রয় বিক্রয়ে কৃষকের বিশেষ উৎসাহ ও বিশেষ সহযোগিতা প্রদানের উপর গুরুত্ব প্রদান করার পাশাপাশি কৃষকদের উৎপাদনের হার বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। শ্রমজীবী কৃষকদের উৎপাদিত শস্যের যথার্থ মূল্যায়নের কথা চিন্তা করে তাদের সুবিধা প্রদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃষকদের অভিনন্দন জানান সমষ্টির বিধায়ক।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
Discussion about this post