নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– পিছু ধাওয়া করে মোবাইল চোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিলেন এক গৃহবধূ। ভাটপাড়া থানার কাঁকিনাড়া মাদরাল নিউটাউন এলাকার রবিবার বিকেলের ঘটনা। নিজের হাতে আইন তুলে নেওয়ায় অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন বিকেলে দরজা খোলা পেয়ে সটান এক যুবক ঘরে ঢুকে পড়ে। তখন গৃহবধূ ঝিলিক দত্ত বাথরুমে ছিলেন। আর তাঁর শ্বশুর মশাই সবেমাত্র কাজ থেকে ফিরে বাড়ির কনস্ট্রাকশনের কাজ দেখাশোনা করছিলেন।
আরো পড়ুন Nasal Vaccine: সূচ ফুটিয়ে টিকা নেওয়ার দিন শেষ, ছাড়পত্র পেল নাকে স্প্রে করার টিকা স্পুটনিক-ভি
সুযোগ বুঝে ওই যুবক ঘর থেকে দুটো মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে। যদিও সাদা জামা পড়া ওই যুবককে ঘরের মধ্যে ঢুকতে দেখেন রাজমিস্ত্রিরা। মিস্ত্রিদের কাছ থেকে জানতে পেরেই রাস্তায় বেরিয়ে পিছু ধাওয়া করে ঝিলিক দেবী। কিছুটা ছুটে গিয়ে যুবককে পাকড়াও তিনি উত্তম মধ্যম দিলেন। তারপর ওই মহিলা মোবাইল চোরকে ভাটপাড়া থানার পুলিশের হাতে তুলে দেন। তবে চোর পাকড়াও করে নিজেই শাসন করায় নিন্দার ঝড় উঠেছে মাদরাল নিউটাউন এলাকায়।
Discussion about this post