নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মঘাতীর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অ্যালায়েন্স জুটমিলের নিউ লাইনে। মৃতদের নাম রম্ভা চৌহান ( ৪০) এবং নির্মল চৌহান ( ৪৫)। শুক্রবার রাতে জগদ্দল থানার পুলিশ জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
আরো পড়ুন মদ্যপ বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় পথ অবরোধ শ্যামনগরে
জানা গিয়েছে, রম্ভা দেবী ও নির্মল বাবুর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। রম্ভা দেবী এলান্স জুটমিলের কর্মী ছিলেন। আর নির্মল বাবু ভিন রাজ্যে কাপড়ের ব্যবসা করতেন। স্থানীয়দের দাবি, এদিন সন্ধেতে দুজনের মধ্যে ঝামেলা হয়। তখইন নির্মল বাবু তার স্ত্রীর মাথায় শিলনোড়া দিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর নির্মল বাবু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
Discussion about this post