তনুময় দেবনাথ: আজ বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের দিনহাটা মহকুমার নিগমনগর এলাকায় একটি হার্ডওয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনা নিয়ে হার্ডওয়ার দোকান মালিক দ্বিজেন্দ্র ভট্টাচার্য বলেন আমার দোকানের ম্যানেজার বাড়িতে খাওয়ার জন্য গিয়েছিলেন, এরপর সে যখন খেয়ে দোকানে আসে এবং দেখে দোকানের ক্যাশ বাক্স ভাঙ্গা রয়েছে এবং আজকের সারাদিনের ব্যবসার টাকা চুরি গিয়েছে।
আরো পড়ুন Ranbir Kapoor-Alia Bhatt Wedding: সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া ভাট ও রণবীর কাপুর
ঠিক সেই সময় হার্ডওয়ার দোকানের দোতালায় কাজ করছিল তিনজন কাঠ মিস্ত্রি। এবং দোকানের সিসি ক্যামেরা বন্ধ ছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং সন্দেহভাজন হিসেবে দোতালায় কর্মরত তিনজন কাঠমিস্ত্রি এবং ম্যানেজারকে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই নিগমনগরের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে আজ আবারও দিনে-দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। পাশাপাশি ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা।
Discussion about this post