নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভাড়াটিয়া উচ্ছেদ করতে গুন্ডাবাহিনী পাঠিয়ে তান্ডব চালানোর অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ১২ নম্বর গলির শনিবার মধ্য রাতের ঘটনা। ভাড়াটিয়া কান্তি বাসফোরের অভিযোগ, মাঝরাতে ১৫-২০ জনের দল মুখে গামছা, মাস্ক পেঁচিয়ে অতর্কিতে হানা দেয়। দাদাকে ঘরে থেকে টেনে বাইরে বের করে মাথায় ও পেটে পিস্তল ঠেকিয়ে ঘর খালি করার হুমকি দেয়। ঘরের ব্যাপক ভাঙচুর চালিয়ে ওরা জিনিসপত্র লুটপাট করে।
জানা গিয়েছে, কুন্তির দাদা শ্যাম বাসফোর কাঁকিনাড়া জুটমিলের ঠিকা শ্রমিক। ভাড়াটিয়া পক্ষের অভিযোগ, জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে মালিকরা। ঘটনার প্রতিবাদ জানাতে ভাড়াটিয়াদের তরফে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু গুন্ডা পাঠিয়ে ভাঙচুর ও হুমকির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মালিক পক্ষের রাজীব শর্মা। তার দাবি, ওটা ভাড়াটিয়াদের সাজানো ঘটনা

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post