নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তালিকা প্রকাশিত হল। খণ্ডঘোষ বিধায়ক কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে খণ্ডঘোষ ব্লক ও গলসি দুই ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তালিকা প্রকাশিত হয়। খণ্ডঘোষ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন, খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাপসী রুইদাস এবং গলসি দুই ব্লকের পূর্ণাঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তালিকা প্রকাশ করেন, গলসি দুই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাহানাজ বেগম। উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, গলসি দুই ব্লক সভাপতি সুজন মন্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, খণ্ডঘোষ পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা, সগড়াই পঞ্চায়েত প্রধান শুভেন্দু কুমার পাল, শাঁখারি দুই পঞ্চায়েত উপপ্রধান সাইফুদ্দিন চৌধুরী সহ খণ্ডঘোষ ও গলসি দুই ব্লকের আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই দিন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি যে নতুন কর্মসূচি আর সেটা নবজোয়ার কর্মসূচি, এই কর্মসূচি গ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। গোটা পৃথিবীতে কেউ গ্রহণ করতে পারেনি একমাত্র পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন এই কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল-কংগ্রেসের উন্নততর পঞ্চায়েত তৈরি করা। পঞ্চায়েত এমন একটি জায়গা যেখানে সাধারন মানুষের জীবন জীবিকার সমস্ত রকম সুযোগ-সুবিধা পাওয়া যায়। শনিবার আমরা সাংবাদিক বৈঠক করে খণ্ডঘোষ ব্লক ও গলসি দুই ব্লকের, ব্লক মহিলা কমিটির তালিকা প্রকাশ করলাম।
খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন,গলসি ২ এবং খণ্ডঘোষ ব্লক নিয়ে খণ্ডঘোষ বিধানসভা। দুটি ব্লকেরই মহিলা সংগঠন এবং ব্লকের মহিলা কমিটি বিধায়কের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে। সকলের প্রিয় দিদি অর্থাৎ মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রেরণায় সারা রাজ্য জুড়ে মহিলাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষীর ভান্ডার। সারা পৃথিবী জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ধাপে ধাপে রাজ্যে,জেলাতে এবং ব্লকে কমিটি গঠন করছেন। স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে ৬৫ বছর অন্যান্য সরকার চালিয়েছে। আর এই ১০ বছর ধরে তৃণমূল-কংগ্রেস সরকার আছে। মানুষ বুঝতে পেরেছে এই সরকার থাকলে আমাদের কতটা উপকার হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post