নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– বরানগর নিয়োগী পাড়ায় ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। কয়েকদিন আগেই চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর গিয়েছিলেন দত্ত দম্পতি । বাড়ি ফিরে তারা দেখেন দ্বিতল বাড়ির ওপর ও নিচের সমস্ত ঘর তছনছ করেছে দুষ্কৃতীরা ।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
পেশায় ব্যবসায়ী গৃহকর্তা তারাপদ দত্তের দাবি, নগদ দেড় লক্ষ টাকা-সহ সোনা-রুপোর গহনা মিলিয়ে সাত লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। বরানগর থানায় তিনি অভিযোগ জমা করেছেন। যদিও বড় ধরনের এই চুরির ঘটনার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনদিন ফাঁকা বাড়ি পেয়ে ছাদের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল।
আরো পড়ুন Yezdi Adventure: নতুন Yezdi Adventure এর সেরা ৫টি হাইলাইট
সেইসময় রুপার গোপাল, ভোলানাথ, লক্ষ্মী ও গণেশের মূর্তি এবং অলঙ্কার মিলিয়ে সাত লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছিল। ২০২০ সালের চুরির ঘটনার পুলিশ কোনও কিনারা করতে পারেনি। পরপর চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন দত্ত পরিবার। গৃহকর্ত্রী তাপসী দত্ত আশঙ্কা করছেন, যেকোনও দিন দুষ্কৃতীরা তাদের প্রাণে মেরে দিতে পারে ।
Discussion about this post