নিজস্ব প্রতিবেদন, অসম : ৩০টি বাড়ির জন্য একটি রাস্তা৷ আর সেই রাস্তাই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে৷ রাস্তাটি একবার যিনি দেখেছেন, তিনি প্রশংসা না করে থাকতে পারবেন না৷ সত্যিই এরকম সুন্দর রাস্তা করিমগঞ্জ জেলায় দ্বিতীয় নেই৷ আর হবে কি না সন্দেহ৷ রাস্তার উপরে লেখা রয়েছে KMB 2022.
ফাইবার ব্লকে তৈরি শহরের তারাভূষণ লেনে রয়েছে রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে অন্তত ১৮ লক্ষ টাকা৷ পৌরসভার JE দেবাশিস দাস এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন৷ নানা সড়ক সমস্যার অভিযোগ থাকার পরও ফাইবার ব্লকে তৈরি রাস্তাটি যেন বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে৷ ব্লকের উপর পেইন্ট করে রাস্তাটির সুন্দরতা যেন বাড়িয়ে তুলেছে৷ বলা যেতে পারে এটি একটি মডেল রাস্তা৷ ৩০টি বাড়ি থাকা গলিতে নেই উপ-পৌরপতি কিংবা পৌরপতি ঘর, তারপরও কেন এত টাকা ব্যয় করা হল?
সূত্রের খবর অনুযায়ী, এর পেছনে থাকতে পারে রাজনৈতিক বোঝাপড়া৷ মূলত এখানে রয়েছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার নিবাস৷ গুঞ্জন যদি সঠিক হয়, তবে দেখা যায় অপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল পৌর নির্বাচনের আগে কথা দিয়েছিলেন বোর্ড গঠন হলে রবীন্দ্র দেবকেই পৌরপতি করা হবে৷ যথারীতি পৌরপতিও হন তিনি৷ কিন্তু সেই জুটি তেমনটা কাজ দেখাতে পারেনি বলে দাবি৷
তাই দু’জন বিধায়কের একজনকে তো হাতে রাখতেই হবে৷ তাই বিধায়ককে খুশি রাখতেই কি ১৮ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন রাস্তা তৈরী করে উপহার দিল পৌরসভা?

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post