পৃথা মন্ডল : নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘বিপিও’ (BPO)-র শুটিং চলছে।ওয়েব সিরিজটির পরিচালনা করছেন ঋক। দিল্লীর নয়ডার একটি সত্যি ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে।চিত্রনাট্য লিখেছেন পরিচালক ঋক। ওয়েব সিরিজের কাহিনি বিপিও তে কাজ করা একটি মেয়েকে নিয়ে, যে এমপ্লয়ী অফ দ্য ইয়ার হয়, কিন্তু সেই মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারপর কি হয় তা নিয়েই কাহিনি।
আরো পড়ুন মডেলিং জগতের পরিচিত মুখ Sarbari Das
অভিনয় করছেন দেবপ্রসাদ হালদার, শর্মিষ্ঠা আচার্য, সানা, ঋক, ইকবাল সুলতান, কমল মিশ্র, ফেরদৌস প্রমুখ। পাঁচটি এপিসোডের এই ওয়েব সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে। জি 7 এন্টারটেইনমেন্ট নিবেদিত ওয়েব সিরিজটির প্রযোজনা করছেন সঞ্জয় চৌধুরী এবং রবি আগরওয়াল।
আরো পড়ুন একান্ত সাক্ষাৎকারে ওগো নীরুপমার ভিলেন ‘হ্যারি ‘ ওরফে অনুজিৎ সরকার
Discussion about this post