সুরভিতা রায় : বর্তমানে ক্রমেই বেড়ে চলেছে কোভিড সংক্রমণ ,একের পর এক হাসপাতালে বেড়ে চলেছে সংক্রমিত এর হার, সংক্রমিত হচ্ছেন বহু ডাক্তার ও নার্স । তাই এই পরিস্থিতি সামাল দিতে ৩ রা জানুয়ারি থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এরপর সপ্তাহ শেষে কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা ও সময়।মঙ্গলবার মেট্রোরেলের তরফে জানানো হয়েছে আগামী , ৮ ই জানুয়ারি থেকে শনি ও রবিবার মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়া হবে।
আরো পড়ুন Bongaon Rail Strike: ‘ফার্স্ট ট্রেনেই কি শুধু করোনা?’ বনগাঁতেও লাইনে ফুলের বোঝা ফেলে শুরু বিক্ষোভ
আগের থেকে শেষ মেট্রোর সময় ও কমে যাচ্ছে বেশ খানিকটা। সাধারণত শনিবার করে আপডাউন মিলিয়ে ২৩০ টি মেট্রো চলে। তার সংখ্যা কমিয়ে ২২৪ করা হচ্ছে। সকাল সাতটা থেকে চলবে মেট্রো। রাতে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে ৯ টা ১৮ তে।এখন তা ছাড়বে ৮ টা ৪৮ এ। দমদম থেকে কবি সুভাষ এর শেষ মেট্রো রাত সাড়ে ৯টার পরিবর্তে ছাড়বে রাত ৯ টা তে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়।
আরো পড়ুন জগদ্দলে আকাশ যাদব খুনে পাঁচ অভিযুক্তকে আদালতে হাজিরার নোটিশ সাঁটাল সিবিআই
আধঘণ্টা করে পিছিয়ে আনা হয়েছে মেট্রো সময়। রবিবারের ক্ষেত্রে সকাল দশটায় ছাড়বে প্রথম মেট্রো। শেষ মেট্রোর ক্ষেত্রে সময়সীমা শনিবারের মতই। মেট্রোয় ভিড় কমাতে আবারো বন্ধ করে দেওয়া হয়েছে টোকেন ব্যবস্থা, শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই চলাচল করা যাবে মেট্রোতে ।এছাড়াও গাড়ির মধ্যে এবং স্টেশনে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে যাত্রীদের।
Discussion about this post