নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– পুরমাতার স্বামীর মাথায় পিস্তলেরকে বাট দিয়ে আঘাত করার অভিযোগ স্থানীয় এক দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শরৎপল্লীতে রবিবার সন্ধেতে।
আরো পড়ুন Consumer Forum: রাজ্যে ক্রেতা সুরক্ষা দফতরের মেলার খরচ শুনলে চোখ কপালে উঠবে
অভিযোগ উঠেছে, মনসাতলার বাসিন্দা বাবুয়া দলবল নিয়ে চড়াও হয় পুরমাতা বেবি বনিকের স্বামী খোকন বনিকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। খোকন বাবু ছাড়াও আক্রান্ত হয়েছেন মহিলারাও। অভিযোগ উঠেছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। যদিও আক্রান্ত খোকন বনিকের দাবি, বাবুয়া সুবিধাবাদী। বাবুয়া কোনও দল করেনা। যদিও পুলিশের দাবি, পুরানো কোনও শত্রুতার জেরে এই ঘটনা।
Discussion about this post