কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:-বুধবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানা এলাকার দাসপুর ও বড়বাগান গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে দিল দেওয়ানদিঘী থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েতের দাসপুর ও বড়বাগান গ্রামে কয়েকটি বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে গাঁজা বিক্রি করা হচ্ছিলো বলে গোপন সূত্রে অভিযোগ আসে থানায়। সেই মত এই দুই গ্রামে পুলিশ অভিযান শুরু করে।
গ্রামে ভেতরের দিকে বাড়ি হওয়ায় অনেকেই নজর এড়িয়ে যেত ফলে নিরাপদে চলত গাঁজা গাছের ব্যবসা। বুধবার দেওয়ানদিঘী থানার ওসি দ্বীপ্তেশ চ্যাটার্জির নির্দেশে পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকা গাঁজা গাছগুলি কেটে দেন । যদিও গ্রামে পুলিশ দেখে ততক্ষণ গাঁজা চাষের সাথে যুক্ত থাকা সকলেই বাড়ি ছেড়ে গা ঢাকা দেন । এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামে গাঁজা গাছ লাগিয়ে ব্যবসা চললেও এই প্রথম গ্রামে ঢুকে পুলিশ গাঁজা গাছ কাটল। পুলিশের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজন। পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযান চলবে প্রতিনিয়ত এটা নতুন কিছু নয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post