সংবাদদাতা বসিরহাট : দূষণ জর্জরিত সুন্দরবনকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেওয়ার দাবী নিয়ে নদী বাঁধ রক্ষার স্বার্থে হাসনাবাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের টিয়ামারীর নদীর চড় বরাবর ১২০০ ফুট জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তুলতে আজ প্রায় আট হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হলো। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সদস্ মিনাল গায়েন।
আরো পড়ুন প্রধানমন্ত্রী হবার অভিজ্ঞতা মমতার আছে কিনা, তা অজানা, কটাক্ষ সুকান্ত মজুমদারের
ইছামতী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার অঙ্গীকারে ৩১ জন বিজ্ঞান ও পরিবেশ কর্মী নিয়ে সুন্দরবনের দয়াপুরের একটি ম্যানগ্রোভ নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনা হয়। গাছ বাঁচাতে ১২০০ ফুট নদীর চড় আগেই ঘিরে ফেলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অর্পন বসু বলেন শুধু ঘটা করে ম্যানগ্রোভ চারা রোপণ নয়,সুন্দরবনের জনজীবনের স্বার্থে আগামীতে একে রক্ষা করার দায় আমাদের। তাই এই ম্যানগ্রোভ অরণ্য গড়ে তুলতে আমরা সবসময় সাথে থাকবো।
Discussion about this post