কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি : শিলিগুড়িতে লাগামছাড়া ডিমের দামে নাজেহাল মানুষ। শিলিগুড়িতে একটা ডিমের দাম বেড়ে দাড়িয়েছে আট টাকা। ডজন ডিমের দাম বেড়েছে তিরিশ টাকা করে। ডিমের দাম বেড়ে যাওয়ায় হোটেল এবং রেষ্টুরেন্টেও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন মালিকেরা। বাজারে ডিম কিনতে গেলে ও চমকে উঠছেন ক্রেতারা। রোজই বাড়ছে ডিমের দাম তাই আমাদের বাড়াতে হচ্ছে খাবারের দাম। কিছুই করবার নেই আমাদের।
ডিম এত দুর্মূল্য হয়ে যাবে সেটাও আমরা ভাবতে পারি নি। মুষ্কিলে পড়ছেন হোটেল মালিকেরাও এত দাম বাড়ায় ডিম একেবারেই বিক্রি হচ্ছে না তাদের। ফলে পড়ে থাকছে ডিম। অনেক হোটেলে ডিম ভাত এবং মাংশ ভাতের মধ্যে তফাৎ মাত্র কুড়ি টাকার। যারা খেতে আসছেন তারা পছন্দ করছেন মাংশ ভাত খাওয়াকেই। এত দাম বেড়ে যাওয়ায় বাড়িয়ে দেওয়া হয়েছে “জনপ্রিয় এগরোলের ” দামেও। কিছুই করার নেই আমাদের জানিয়েছেন রাস্তায় বসা খাবারের দোকানের মালিকেরাও।
শিলিগুড়িতে প্রধান বাজারগুলিতেও ডিমের দামের মুল্য চমকে দিয়েছে ক্রেতাদের ।ডিমের দাম এত বেড়ে যাওয়ায় সমস্যা য় পড়ে গেছেন খুচরো বিক্রেতারাও। তাদের ডিম বিক্রি কমে গেছে পঞ্চাশ শতাংশ। শীতের মরশুমে ডিমের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় খাদ্যরসিকেরাও। তারাও ডিমের দামের ভয়ে খাওয়া বন্ধ করে দিয়েছেন ডিম। কবে কমবে ডিমের দাম? জানেন না কেউই। তবে ডিসেম্বর না আসলে কমবে না ডিমের দাম মনে করছেন বাজার বিশেষজ্ঞরাও।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post