নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- দরজা খোলা পেয়ে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে এক শাড়ি ব্যবসায়ী। জোর করে শাড়ি নেওয়ার জন্য চাপও সৃষ্টি করে ওই ব্যবসায়ী। এরপর শাড়ি ব্যবসায়ী পকেট থেকে ধারালো অস্ত্র বের করে বধূর ওপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঠিক সেইসময় বাজার থেকে বাড়িতে হাজির হয়ে গৃহবধূর মা চিৎকার করে ওঠেন। তখনই চম্পট দেয় ওই শাড়ি ব্যবসায়ী।
আরো পড়ুন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এর নতুন ক্লাব ঘরের উদ্বোধন
ঘটনাটি ঘটেছে নিমতা থানার বেলঘড়িয়া অরবিন্দ নগরে বুধবার দুপুরে। আতঙ্কিত গৃহবধূ সুমনা চক্রবর্তী এদিন বিকেলে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ। গৃহবধূ সুমনা চক্রবর্তীর দাবি, এদিন দুপুরে তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে তিনি একাই ঘরে ছিলেন। আচমকা ওই শাড়ি ব্যবসায়ী ঘরে ঢুকে পড়েন। শাড়ি নেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।
আরো পড়ুন West Bengal Weather Update : আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
অভিযোগ, শাড়ি ব্যবসায়ী পকেট থেকে সুগন্ধি জাতীয় কিছু বের করতেই তিনি বেহুঁশ হয়ে পড়েন। তখন শাড়ি ব্যবসায়ী পকেট থেকে একটি ছুরি বের করে গৃহবধূকে মারার চেষ্টা করেন। সেইসময় গৃহবধূর মা বাড়িতে চলে এলে ওই ব্যবসায়ী পালিয়ে যায়। সুমনা দেবীর অভিযোগের তির তার স্বামীর দিকেই। কারন, চলতি বছরের মার্চে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।
Discussion about this post