নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নির্বাচনের আগে ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছে শাসকদল। সিন্ডিকেট রাজ চলবে না। কাটমানি খাওয়া যাবে না। এমনই প্রসঙ্গ তুলে ধরে শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, এ যেন চোরের মুখে ধর্মের কাহিনী শোনা যাচ্ছে।
আরো পড়ুন চোর সন্দেহে বীজপুরে ধৃত দুষ্কৃতী
ভুতের মুখে রামনাম শোনা যাচ্ছে। অধীরের সংযোজন, যারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে, যারা প্রমোটারি করছে। তারা যাতে রাতারাতি সাধু হয়ে যায়। প্রদেশ কংগ্রেস সভাপতির সাফ বক্তব্য, বাংলায় তৃণমূল বেঁচে আছে সিন্ডিকেট রাজ, তোলাবাজি প্রমোটারি রাজের ওপর।
আরো পড়ুন পানিহাটির শুকচরে গৃহস্থের বাড়িতে আগুন, পুড়ে ছাই সমস্ত জিনিসপত্র
এদিন কলকাতা কার্পোরেশন নির্বাচনে ৮১ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী তানিয়া পালের সমর্থনে চারু মার্কেটে সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের জাতীয় কো-অর্ডিনেটর পূজা রায়চৌধুরী। ওই সভায় শাসকদল তৃণমূলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
Discussion about this post