সংবাদদাতা বসিরহাট: পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরেই সন্দেশখালিতে পুড়ল তৃণমূলের অফিস, কাঠগড়ায় সিপিএম-বিজেপি । আগামীকাল তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বসিরহাটে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ঠিক তার আগেই শনিবার সন্দেশখালিতে পোড়ানো হল শাসকদলের দলীয় কার্যালয়। পুড়ে ছাই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়নের নথি। শাসকদলের দলীয় কার্যালয়ে আগুন ধরার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়িয়েছে এলাকায়। বসিরহাটের ন্যাজাট থানার সন্দেশখালি ১ নম্বর ব্লকের কালিনগর গ্রাম পঞ্চায়েতের কালিনগর দলীয় কার্যালয়ের ঘটনা।
তৃণমূলের অভিযোগ, রবিবার ভোররাতে বিরোধী সিপিএম ও বিজেপির একদল দুষ্কৃতী এসে এই দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পার্টি অফিস। স্থানীয় তৃণমূল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। যার জেরে পুড়ে যায় একাধিক দলীয় নথিপত্র সহ কালিনগর গ্রাম পঞ্চায়েত ও সন্দেশখালি-১ পঞ্চায়েত সমিতির প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র। তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি ১ নম্বর ব্লক সভাপতি শেখ শাহাজান। তিনি সরাসরি অভিযোগ করেন বিরোধীদের দিকে। তিনি দাবি করেন, ভোররাতে সিপিআইএম ও বিজেপি আমাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যাঁরা মনোনয়ন জমা করেছিলেন, তাঁদের সরকারি সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন পঞ্চায়েত প্রার্থীরাও। এই ঘটনায় ইতিমধ্যে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিস।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post