আজ দুপুর বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার দেবীপুর জি টি রোড বাজারে, জি টি রোড এর উপর বর্ধমান থেকে কলকাতা মুখী একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টে যায় | চায়ের দোকানের মালিক ও তার ছেলে ভেতরে থাকার ফলে আহত হয় এবং তাকে এলাকার মানুষ দ্রুততার সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যায় | আহত চায়ের দোকানের মালিকের নাম শেখ লকাই।
চায়ের দোকানে সেই সময় কোনো লোকজন না থাকার ফলে কোন বড়োসড়ো ঘটনা ঘটেনি | বর্ধমান থেকে কলকাতা গামী একটি লরি খুব দ্রুতগতিতে আসছিল এবং রাস্তার ডান দিকে রাস্তার পাশে একটি ট্রাকটার দাঁড়িয়ে ছিল, প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ট্রাক্টর ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে লরিটি ঢুকে যায় ও উল্টে যায়। রাস্তায় উপর আড়াআড়িভাবে উল্টে যাওয়ার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে | সমস্ত গাড়ি থমকে যায় |
এরপর মেমারি থানার পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় এবং দুটি রিকভারি ধ্যানের মাধ্যমে রাস্তার উপরে পড়ে থাকা গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ||
অতনু ঘোষ , পূর্ব বর্ধমান
আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ছোটপর্দার জনপ্রিয় খোকাবাবু
Discussion about this post