কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের, কৈয়ড় পঞ্চায়েত অন্তর্গত তোড়কোনা বাজারে গ্রীষ্মের অস্বস্তিতে কিছুটা স্বস্তি দিতে, মানুষের তৃষ্ণা মেটাতে তুলে দেওয়া হয় ঠান্ডা জল,বাতাসা, শসা ও তরমুজ। জেলার যুব সভাপতির নির্দেশে ব্লকের বিভিন্ন স্থানে অস্থায়ী রিলিফ ক্যাম্প করে মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হচ্ছে ।
তোড়কোনা বাজারে আয়োজিত হওয়া রিলিফ ক্যাম্পে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, ব্লক সহ সভাপতি বিদ্যুৎ কান্তি মল্লিক, ব্লক যুব সভাপতি শুভেন্দু কুমার পাল, সহ সভাপতি রাধাকান্ত মন্ডল, কৈয়ড় পঞ্চায়েত উপপ্রধান শাজাহান মন্ডল, কৈয়ড় অঞ্চল সভাপতি মীর সফিক, সোশ্যাল মিডিয়ার তরফে রিপন মুন্সী সহ অন্যান্যরা।
আরো পড়ুন জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে মুখ ফাটল যুব কর্মীর
ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই তীব্র গরমের ব্যাপার চিন্তা ভাবনা করে পথ চলতি সকল মানুষকে কিছুটা স্বস্তি দিতে জলসত্র করে পানীয় জল দেওয়ার কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মাঝির নির্দেশে, কৈয়ড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তোড়কোনা বাজারে অস্থায়ী রিলিফ ক্যাম্পের মাধ্যমে পথ চলতি মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হল।
Discussion about this post