নিউজ ডেস্ক: সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ছেলের বিয়ে। জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর কার্শিয়ংয়ের কন্যার সঙ্গে চারহাত এক হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের ছেলের।
জানা যাচ্ছে, আগামী মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্রের শুভ বিবাহ। পাত্রের নাম আবেশ বন্দ্যোপাধ্যায় (Abesh Banerjee)। কার্তিকবাবুর পারিবারিক সূত্রে খবর, নিজের সহপাঠী প্রেমিকার সঙ্গেই আগামী মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। আবেশ বন্দ্যোপাধ্যায় পেশায় ডাক্তার। কেপিসি হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ার সময় কার্শিয়াং থেকে আসা এক সহপাঠীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। আগামী মাসে সেই পাহাড়ী মেয়ের সাথেই বিয়ে আবেশের।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে দার্জিলিং সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাকি আবেশের হবু বউয়ের জন্য নিজেই গাড়ি পাঠিয়ে তাকে এসেছিলেন। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। এরপর বিয়ের বিষয়টি খোলসা করন। কথায় কথায় মমতার মুখে এই বিয়ের প্রসঙ্গ উঠে আসে।
মমতা বলেছিলেন, “আমাদের পরিবারের একজনের সঙ্গে আপনাদের পাহাড়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ওকে আমরা বাড়ির বৌমা করে নিয়ে যাব। তাই আপনাদের বাড়ি এখন থেকে আমারও বাড়ি।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই পাত্র-পাত্রীর পরিচয় নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। অবশেষে সবটা জানা গেল।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post