দেবশ্রী মুখার্জী : ১১ ই এপ্রিল কলকাতার এক নামী হোটেলের ব্যানুকুয়েটে পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে এক কার্যকরী বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গ অনুমোদনহীন মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য অবজারভার মৌলানা আবদুল রাজ্জাক , সংস্থার সভাপতি মৌলানা মহম্মদ জরিফুল ইসলাম , রাজ্য সম্পাদক রুকুন উদ্দিন লস্কর বক্তব্য রাখতে জানান পূর্বে মুখ্যমন্ত্রী ২৩৫ টি মাদ্রাসা গুলিকে সরকারী অনুমোদন দেন কিন্তু পরবর্তী কালে সরকারের পক্ষ থেকে প্রায় পাঁচশ টি মাদ্রাসা গুলির ইনসপেকশন হওয়া সত্ত্বেও তারা সরকারী অনুমোদন পাচ্ছে না যার ফলে রাজ্যে মুসলিম শিক্ষা ব্যবস্থা লঘ্নিত হচ্ছে।
এই বৈঠকে ১৮ টি জেলা থেকে আগত সংস্থার রাজ্য স্তরের নৃতৃত্বরা সহ ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে তারা সিদ্ধান্ত নেন ৫০০ টি মাদ্রাসার সরকারী অনুমোদন চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে ই-মেল করে তারা তাদের আর্জি জানাবেন ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দপ্তরেও আবেদন পত্র জামা দেবেন। উক্ত সম্মেলনে বিশিষ্ট্য ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা শাহিদুল ইসলাম, মৌলানা সামসুদ আরিফিন, মহম্মদ অনিসুল শাহ্, মহম্মদ তাজামূল হুসেন সহ অন্যান্যরা ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post