সুরভিতা রায়: আলুর তরকারি খেতে না চাওয়ায় স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী।আহমেদাবাদের ভাসনা এলাকার সরাইনগরের বাসিন্দা ৪০ বছরের হর্ষদ গোহেল। প্রায় সময়ই স্ত্রী তারা গোহেলের সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত তাঁর।চারটি কন্যা সন্তান রয়েছে তাঁদের।
আরো পড়ুন Research of Dark Chocolate : ডার্ক চকলেট রহস্যের সন্ধানে
শুক্রবার রাতে “হর্ষ” “তারা” কে জিজ্ঞাসা করেন কি রান্না হয়েছে , তারা জানান আলুর তরকারি আর রুটি। আর এতেই গন্ডগোলের সূচনা । হর্ষ তারা কে জিজ্ঞাসা করেন “তাঁর শরীরের জন্য আলু ঠিক নয় জেনেও কেন আলু রান্না করেছে ?” আর তাতেই আরো রেগে যায় তারা, বাদানুবাদ চলাকালীন শৌচাগার থেকে জামাকাপড় ধোয়ার ব্যাট নিয়ে এসে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন স্ত্রী তারা।
আরো পড়ুন Kolkata Bus: করোনা হানায় কমছে কলকাতার বাস! নাজেহাল যাত্রীরা
নিজেকে বাঁচাতে চিৎকার শুরু করেন হর্ষদ। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে তাকে। গুরুতর আহত হয় এ হাসপাতালে ভর্তি হন তিনি। ভেঙে গেছে তার কাঁধের হাড়। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
Discussion about this post