নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের রাউতাড়া গ্রামে আর এল আই পাম্প সেন্টার নতুন করে শুরু হলো। পাম্প সেন্টারটি শুরু হয় রাউতাড়া পূর্ব নামে। গত কার্তিক মাসের কুড়ি তারিখ নাগাদ পাম্পটির শুভারম্ভ হয় বলে জানা যায়। জানা যায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা কমপক্ষে ৪০০ বিঘা জমিতে জল সেচ পাবে। বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেস নেতা (রাউতাড়া বাসী) প্রদীপ ঘোষ বলেন, “আর এল আই প্রজেক্ট এর কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। এই প্রজেক্টের ব্যাপারে আমাকে জেলা সহ ব্লকের অনেকেই আমার পাশে দাঁড়িয়ে আমার উদ্যোগ-কে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন। এই প্রোজেক্টের দরুন বহু চাষী উপকৃত হবে। সারা বছরই কিছু-না-কিছু চাষ করে ফসল ফলাতে পারবেন স্থানীয় চাষীরা। বিশেষত এসসি- এসটি সম্প্রদায়ের মানুষেরা বেশি উপকৃত হবে” ।
রাউতাড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় পাল বলেন, প্রদীপ ঘোষের উদ্যোগে আর এল আই প্রজেক্ট এর কাজ শুরু হয়েছে, এই প্রোজেক্টের দরুন আমাদের মতো ক্ষুদ্র চাহিদা খুবই উপকৃত হবে, এই প্রজেক্টের দ্বারা চাষিরা চাষের ক্ষেত্রে সব সময় জলের চাহিদা মেটাতে পারবে। অপরদিকে প্রবীর ঘোষ নামে এক ব্যক্তি জানান, আর এল আই প্রজেক্ট এর কাজ শুরু হওয়ায় প্রায় তিনশো থেকে চারশো বিঘা জমি সারা বছরই জল পাবে। আমাদের গ্রামের ছেলে প্রদীপ ঘোষ তিনিই এটার উদ্যোক্তা। এর আগেও একটা আর এল আই সেন্টার যেটা ২৫ বছর যাবৎ বন্ধ হয়ে পড়েছিল সেটাও পুনরায় চালু হয়েছে প্রদীপ ঘোষের উদ্যোগেই।
Discussion about this post