সুরশ্রী রায় চৌধুরী: প্রায় সেলফি তুলতে গিয়ে ঘটে নানা অঘটন। কাল ২৫ ডিসেম্বর এমনই ঘটনা ঘটল কলকাতার বুকে। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে সেলফি তোলা যুবতীর। বন্ধুদের সঙ্গে যুবতী বেড়াতে এসেছিল কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। চার্চে যেখানে দর্শনার্থীরা এসে প্রভু যীশুর উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, সেই জ্বলন্ত মোমবাতির পোর্ডিয়ামের দিকে খোলা চুলে পেছন ফিরে সেলফি তুলতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার চুলে দাউ দাউ করে আগুন ধরে যায়। পাশে থাকা সবাইয়ের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।পাশে দাঁড়িয়ে থাকা সবাই চাদর ,কাপড় দিয়ে চুলের আগুন নেভাতে শুরু করে।
আরো পড়ুন হেরিটেজ তকমা বাঙালির দুর্গাপূজায়, আগামী বছর ১০ দিন থেকে পালিত হবে দুর্গোৎসব – ঘোষণা মুখ্যমন্ত্রীর
মোমবাতির পোর্ডিয়ামের পাশে শুধু ওই মেয়েটি নয়, প্রচুর মানুষ এসে সেলফি তুলছিলেন। যখন মেয়েটির চুলে দাউদাউ করে আগুন ধরে যায়, তখন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল সবাই। বিষয়টি নিয়ে যদিও সেরকম কোন উচাটন চোখে পড়েনি চার্চ কর্তৃপক্ষের মধ্যেও। তবে বড় অঘটনের হাত থেকে বেঁচে গেল মেয়েটি।
আরো পড়ুন বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত রাস্তায় ছুটে বেড়াবে নীল-সাদা রঙের দোতলা বাস
বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেড়াতে এসেছিল।হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়াতে রীতিমতো আতঙ্কে পড়ে যায় সবাই। সঙ্গে থাকা সঙ্গীরা তাকে ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। তবে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল, তারা না থাকলে প্রাণও পর্যন্ত চলে যেতে পারত মেয়েটির। বড়দিনে সেলফি তোলার ভয়াবহতার ছবি আবার ও সামনে এলো।
Discussion about this post