নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: কালনার ১০৮ শিব মন্দির সংলগ্ন সাব রেজিস্ট্রার অফিসের ভিতর থেকে চুরি। ঘটনার তদন্তে এলেন শুক্রবার কালনা থানার পুলিশ আধিকারিকরা। শুক্রবার কালনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার বরুণ কুমার ভৌমিক তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবারও অফিস খুলতে এসে দেখি অফিসের ভিতরে যে সার্ভার রুমটা রয়েছে সেই রুমের উইন্ডো এসির জানলা থেকে এসিটিকে খুলে, তার মধ্যে দিয়েই চোরেরা প্রবেশ করে।
আরো পড়ুন দক্ষিণেশ্বরে শাসকদলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
এর পরই সার্ভার রুমে থাকা সমস্ত CCTV লাইন এবং সার্ভার, ইন্টারনেট কানেকশন সমস্ত কিছু চোরেরা কেটে দেয়। এরপরই ক্যাশকাউন্টারের আলমারি ভেঙে সেখান থেকে একটি বাক্স থেকে ছিয়াত্তর হাজার টাকা চোরেরা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর পুরো বিষয়টি আমরা কালনা থানা পুলিশ আধিকারিককে জানিয়েছি। কালনা থানা পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত করে গেছেন।
Discussion about this post