নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ও ব্যারাকপুরে সোনার দোকানের মালিকের ছেলেকে খুনের প্রতিবাদে সোমবার বিকেলে ব্যারাকপুর আনন্দপুরী স্টেট ব্যাঙ্ক মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অফিস অভিযানের ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর জেলা। এদিন প্রতিবাদী মিছিল চিড়িয়া মোড় পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভ কারীদের ধস্তাধস্তি হয়। তারপর বিক্ষোভ কারীরা ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারেটের অফিস পর্যন্ত পৌঁছয়। মিছিল শেষে তারা সেখানে কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন।
তারপর পাঁচজনের প্রতিনিধি দল কমিশনার অফিসে স্মারকলিপি জমা দেন। উক্ত মিছিলে সামিল হয়ে ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি দাবি করলেন, পুলিশ কমিশনারেট সাধারণ মানুষের বদলে শাসকদলের নেতাদের নিরাপত্তা দিতে ব্যস্ত। পুলিশ এখন তৃণমূলের শাখা সংগঠন হয়ে কাজ করছে। অপরদিকে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ব্যারাকপুর গুলি কাণ্ডে আসল অপরাধীরা ধরা পড়বে কিনা সন্দেহ। পুলিশ হয়তো আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, এসসি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস, ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক যথাক্রমে আবিষ্কার ভট্টাচার্য ও ময়ূরী চক্রবর্তী, জেলা সম্পাদক পল্লব কান্তি দাস, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post