নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মানুষের সেবা থেকে বড় পুজো হয় না। সোমবার সন্ধেয় জগদ্দলে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি জগদ্দলের সুন্দিয়া গ্রাম উন্নয়ন সমিতির ৫৪ তম বর্ষের পুজোর উদ্বোধন করেন। এবারে এখানকার ৫৪ তম বর্ষে পদার্পণ করলো।
গৌতম বুদ্ধকে স্মরণে রেখে এখানে মন্ডপ সাজানো হয়েছে। পুজোর উদ্বোধন করে সাংসদ বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চল ছাড়াও পাশ্ববর্তী অঞ্চলের মানুষজন এখন চন্দননগরের বদলে জগদ্দলের গোলঘর ও সুন্দিয়ায় আসেন। পুজোর খরচ বাঁচিয়ে সেবামূলক কাজে নিয়োজিত থাকার বার্তা দিলেন ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ। তাঁর দাবি, মা এসেছেন। অসুর শক্তি নাশ হবেন।
সাংসদ ছাড়াও পুজোর উদ্বোধনে এদিন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মন্ডল, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, পুজো কমিটির অন্যতম কর্তা তপন কুমার কুন্ডু, গৌতম সরকার প্রমুখ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post