নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– নোয়াপাড়া থানার গারুলিয়ায় প্রথম বর্ষের কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে ধৃত দুই সাধুকে তিনদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। রবিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক এই রায় দেন। ধৃত বাবলু লাল দেব ও বেচান্ত লাল দেবের আদিবাড়ি বিহারের দ্বারভাঙ্গায়। কিন্তু ধৃতরা হুগলিতে ভাড়া থাকে।
আরো পড়ুন Puja for Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনায় যজ্ঞ সিউড়িতে
জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকা গারুলিয়ায় এক গৃহস্থের বাড়িতে এসে হাজির হন ওই দুই সাধু। ঘরে ঢুকে কলেজ ছাত্রীর হাত দেখে সাধুরা মেয়েটির মাকে বলে, ওর সময় খুব খারাপ আসছে। তাবিজ কবজ নিলে বিয়ের পর মেয়ে সুখে-শান্তিতে থাকবে। তাবিজ-কবজ বাবদ সাধুরা ওই মহিলার কাছে নয় হাজার টাকা দাবি করে। মেয়েকে ঘরে ফেলে টাকা জোগাড় করতে বেরিয়ে পড়েন ওই মহিলা।
আরো পড়ুন Aay Khuku Aay Teaser: ‘আয় খুকু আয়’ প্রতিটি বাবা-মেয়ের জন্য এই ছবি
অভিযোগ, মেয়েটিকে ঘরে একা পেয়ে ওই দুই সাধু শ্লীলতাহানি করে। মেয়েটি চিৎকার করলে দুই সাধু ঘর থেকে বেরিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওইদিন রাতেই গারুলিয়ার পিনকল এলাকা থেকে দুই সাধুকে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
Discussion about this post