নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। আগুনে চারটে দোকান-সহ তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। -সহ চারটে দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় যুবকেরা প্রথমে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলের চারটি ইঞ্জিন এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় কাউন্সিলর মহম্মদ রিয়াজ উদ্দিন বলেন, এদিন ভোরের দিকে ট্রান্সফরমার ফাটার বিকট শব্দ শুনতে পাই। জানলা দিয়ে দেখি ঘরবাড়ি দাউদাউ করে জ্বলছে। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজে শুরু করি। এরপর দমকলের চারটে ইঞ্জিন এসে আগুন নেভায়। তিনি বলেন, বিধায়ক ও পুরপ্রধানের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে।
Discussion about this post