নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের সভাকক্ষে থ্রি ম্যান কমিটিকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। আলোচনা সভার শুরুতেই ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান, মেমারি-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৈকত মাজি।
আদিবাসী সম্প্রদায়ের জমি বিবাদ নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষ জনের জমি অপর জনের নামে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা। এইদিনের আলোচনার মাধ্যমে তাঁরা সকলে সন্তুষ্ট হয়েছেন বলেও জানানো হয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টির উন্নয়ন আধিকারিক ডক্টর সৈকত মাজি, সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি, সাতগেছিয়া ভূমিও রাজস্ব দপ্তরে আর ,ও , বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসমত মোল্লা, দিসম আদিবাসী গাঁওতার রাজ্য সভাপতি লবণ হাঁসদা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post