দেবশ্রী মুখার্জী : ১লা এপ্রিল থেকে শুরু হল রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচী ৷ আগামী ২০শে এপ্রিল বিকেল ৪টে পর্যন্ত চলবে এই কর্মসূচী ৷ প্রথম দফায় দশ দিন আবেদন পত্র জমা নেওয়া ও পরের দশদিন পরিষেবা প্রদান করা হবে ৷ ষষ্ঠ পর্যায়ে শুরু হওয়া এই কর্মসূচীর শিবিরের মোট লক্ষ্যমাত্রা হল ১২, ০১৩ টি , পরিষেবার সংখ্যা ৩৩টি ৷
এই প্রকল্পের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী ও বাংলা কৃষি সেচ এই তিনটি নতুন যোজনা সংযুক্ত হবার ফলে মানুষ আরো বেশি সুবিধা পাবে ৷ এবার ভ্রাম্যমান শিবির থাকাছে ১৪৪টি ৷ এমনটাই জানিয়ে বারাসাতে সাংবাদিক বৈঠক করলেন উত্তর২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী , অতিরিক্ত জেলা শাসক ইন্দ্রনীল ভট্টাচার্য্য সহ অন্যান্যরা ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post