সংবাদদাতা বসিরহাট : এই ঘটনাটি ঘটেছে স্বরূপনগর ব্লকের হাকিমপুর এলাকায়।জানা যায় বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় ২ মহিলা সহ ৩ যুবককে ১১২ নম্বর বিএসএফের কর্তব্যরত জওয়ানরা আটক করে ওই বাংলাদেশের।আটক হওয়া বাংলাদেশীদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায় জানা যায় তাদের নিকট কোন বৈধ কাগজপত্র ছিলনা। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি দের খুলনা ও যশোর জেলার বাসিন্দার। কাজের সন্ধানে এই দেশে এসেছিল বলে জানা যায়। আজ তাকে বসিরহাট জেলা আদালতে পাঠায় পুলিস।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
আরো পড়ুন রোগ শয্যাতেই হাতে উঠলো পদ্মশ্রী বাঁটুল দি গ্রেট খ্যাত নারায়ন দেবনাথের
Discussion about this post