নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার আইন অমান্য জেল ভরো আন্দলনের ডাক দিয়েছিল বামেরা। প্রথমে আন্দোলনকারীরা বারাসাত চাঁপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারপর বারাসত জেলাশাসক অফিসের সামনে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়।
আরো পড়ুন Fuel Price Hike: বেড়ে গেল রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেল এর দাম
পুলিশি বাধাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বারাসাত জেলাশাসক অফিসের সামনে।পরবর্তীতে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী গোটা পরিস্থিতি সামাল দেয়। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এদিন হুঙ্কার দিয়ে বলেন, ২৮-২৯ মার্চ ধর্মঘট বানচাল করার চেষ্টা করলে লড়াই হবে, পাল্টা লড়াইও হবে।
Discussion about this post