সুরশ্রী রায় চৌধুরী: এবার সালমান খানের সাথে শাহরুখ খানকে দেখা যাবে ‘টাইগার 3’ (Tiger 3) তে। টাইগার’ ফ্র্যানচাইজির পরের ছবি ‘টাইগার 3’ (Tiger 3) পোস্টার শনিবার সকালে মুক্তি পেল। তার সঙ্গে জানানো হল মুক্তির তারিখও। এখনও পর্যন্ত যতগুলি ফ্র্যানচাইজির কাজে হাত দিয়েছে সলমন, তার মধ্যে ‘টাইগার’কে সবচেয়ে হিট বলে মনে করা হয়। তাই এই ছবির পোস্টার নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।
ছবির পোস্টার থেকে প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে ভেবেছিলেন অনুরাগীরা। তবে তাঁদের সেই প্রত্যাশা এখনই মিটল না। বরং ইচ্ছা করেই একটু রহস্য রেখে দিলেন নির্মাতারা। ছবির পোস্টারে সলমনের চোখ দুটোই শুধু দেখা গিয়েছে। আর বাকি যা দেখা গিয়েছে, তার পুরোটাই ঢাকা। যদিও এই পোশাকের সঙ্গে যে পুরনো টাইগারের পোশাকের মিল থাকতে পারে, তার একটা আভাস আছে পোস্টারেই। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। ছবিতে ক্যাটরিনা কাইফ থাকছেন। এটি সিনেমাহলেই মুক্তি পাচ্ছে প্রাথমিক পর্যায়ে। ওটিটি মাধ্যমে তার পরে মুক্তি পাবে।
তবে শুধু হিন্দি নয়, তার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘টাইগার ৩’। সারা ভারতেই একই সঙ্গে মুক্তি পাবে এই ছবি। ২০২৩-র ২১ এপ্রিল বিগ স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘টাইগার 3’-র। কিন্তু, পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ। ইদে নয়, আগামী দিওয়ালিতে সেলুলয়েডে আসছে সলমান খানের পরবর্তী ছবি ‘টাইগার 3’। সিনেমার নতুন মুক্তির দিন টুইটার অ্যাকাউন্টে জানালেন খোদ বলিউডের ভাইজান। নতুন পোস্টারের ছবি প্রকাশ্যে এনে টুইটারে সলমান খান লিখেছেন, “নতুন তারিখ পেয়েছে টাইগার। আর সেটা হল ২০২৩-র দীপাবলি। বড় পর্দায় যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি টাইগারের সঙ্গে সেলিব্রেট করুন। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে টাইগার থ্রি।” সিনেমা মুক্তির নতুন তারিখের খবর পোস্ট করে টুইটার হ্যাশটাগ দিয়ে ক্যাটরিনা কইফ ও মনিশ শর্মাকেও রেখেছেন ভাইজান।
এই ছবির ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান। সোশাল মিডিয়া মারফত এই খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। একটি অ্যাড্রেনালিন পাম্পিং অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে ‘টাইগার 3’ (Tiger 3) ফ্র্যাঞ্চাইজিতে প্রবেশ করতে চলেছেন যা এপ্রিলের শেষের দিকে মুম্বাইতে সাত দিনের জন্য শুটিং করা হবে। ‘টাইগার 3’ (Tiger 3), সালমান খানের সাথে জোয়া চরিত্রে ক্যাটরিনা কাইফ এবং টাইগারের নেমেসিস চরিত্রে এমরান হাশমী অভিনয় করেছেন৷ তবে ‘টাইগার 3’ (Tiger 3) ছবির জন্য দিওয়ালি অবধি অপেক্ষা করতে হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post