নিজস্ব প্রতিনিধি :- ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উত্তাল সমুদ্র। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি ফ্রেজারগঞ্জ, বকখালি, হিঙ্গলগঞ্জেও একই অবস্থা। প্রশাসনের তরফে উপকূলবর্তি এলাকাগুলোতে মাইকে সতর্কতা মূলক প্রচার চালানো হচ্ছে।
কলকাতার হাওয়া অফিস সূত্রে খবর, অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে রাতের দিকে ‘অশনি’ অভিমুখ বদল করবে। পাশাপাশি ধীরে ধীরে শক্তি হারাবে এই তীব্র গতি সম্পন্ন এই ঘূর্ণিঝড়।
আরো পড়ুন দক্ষিণেশ্বরে উপাসনা কলাতীর্থ – র পক্ষ থেকে বিশ্ব মাতৃ দিবস পালন করা হল
Discussion about this post