নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: গত দেড় বছরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষিকারা মেডিক্যাল গ্রাউন্ড দেখিয়ে বদলী নিয়েছেন। এছাড়াও বদলি নিয়েছেন দু জন ক্লার্ক, একজন ঝাড়ুদার। আর তার ফলেই প্রভাব পড়েছে ছাত্রীদের পড়াশুনায়। সাইন্সের শিক্ষিকা না থাকায় ওই স্কুলের একমাত্র ক্লার্ককে অঙ্কের ক্লাস নিতে হচ্ছে। স্কুলে কোন ঝাড়ুদার না থাকায় ছাত্রীদেরই ক্লাস রুম ঝাড় দিতে হয়। ওই স্কুল সুত্রে জানা গিয়েছে, মেডিক্যাল গ্রাউন্ড দেখিয়ে একের পর এক শিক্ষিকা্রা ওই স্কুল থেকে ১০ কিমি দূরের স্কুলে বদলী নিয়েছেন। কিন্তু তাদের যে মেডিক্যাল ব্যাক গ্রাউন্ড অথাৎ তারা আগে যখন এই স্কুলে শিক্ষকতা করতেন, তখন কিন্তু মেডিক্যাল গ্রাউন্ডে তাদের কোন ছুটি ছিলনা। কিন্তু, এখন দেখা যাচ্ছে শিক্ষিকারা ম্যাডিক্যলে ছুটি নিয়ে অন্যস্কুলে বদলী নিয়ে চলে গিয়েছে।
সাবিত্রী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ জানিয়েছেন, যে বারবার শিক্ষা দফতর কে বিশয়টি লিখিত ভাবে জানানো হয়েছিল, যে একের পর এক শিক্ষিকাদের বদলি করা হলে এই স্কুলের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। বর্তমানে ওই স্কুলে কোন ঝাড়ুদার নেই, ছাত্রীদেরই ক্লাসরুম ঝাড় দিতে হচ্ছে। সাইন্সের শিক্ষিকা না থাকায় ক্লাস নিচ্ছিন স্কুলের একমাত্র ক্লার্ক। সাইন্সের কোন টিচারই নেই। না অঙ্ক, না ভৌত বিজ্ঞানের, না জীবন বিজ্ঞানের। স্থানীয় বাসিন্দাদের ধারনা শিক্ষিকাদের বদলির কারনে রাজনৈতিক হাত রয়েছে। যার ফল ভুগতে হচ্ছে ছাত্রীদের।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post