সুরশ্রী রায় চৌধুরী : বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ভি বালসারার পুরো নাম ভিয়েস্তাপ আদর্শের বাল সারা ৷ তিনি ভারতীয় সঙ্গীত জগৎ এর উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো, অরকেস্ট্রাসহ একাধিক বাদ্যযন্ত্রের সাবলীল ব্যবহারে তিনি বিশ্বে সীমাদ্রিত হয়েছিলেন। সঙ্গীত জীবনে বহু সম্মান ও পুরস্কার তিনি লাভ করেছেন। ২২শে জুন ১৯২২ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সঙ্গীত জগতকে অন্ধকারাচ্ছন্ন করে ২৪ শে মার্চ ২০০৫ সালে তিনি প্রয়াত হন । এই অনুষ্ঠান তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাট, সংগীতশিল্পী উষা উত্থুপ, সৈকত মিত্র ,দেবাশীষ সিনহা পন্ডিত স্বপন সেন, শিবাজী চট্টোপাধ্যায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সাধন বাগচী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আরো পড়ুন দক্ষিণ কলকাতার পুজোয় লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ী
সন্ধ্যা পাঁচটায় রবীন্দ্র সদনে পূর্ণ প্রেক্ষাগৃহে এসরাজে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। স্বনাম ধন্য গুণী সঙ্গীত শিল্পীদের আহ্বান কোরে চাঁদের হাট বসিয়েছিলেন সঙ্গীত অনুরাগী শ্রী মহেশ গুপ্তা ও তাঁর সঙ্গে আরো অনেক স্বেচ্ছাসেবী বালসারা ভক্ত জন। প্রথমেই মঞ্চে সারিবদ্ধ আসন অলংকৃত করেছিলেন প্রবাদপ্রতিম শিল্পী ঊষা উত্থপ, দীপঙ্কর চট্টোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, তাপস রায়, যন্ত্র শিল্পী স্বপন সেন, মল্লার ঘোষ,সমীর খাসনবিস,প্রতাপ রায়,দীপঙ্কর আচার্য, গীতিকার সুরকার সুপর্ণাকান্তি ঘোষ, রাধাকান্ত নন্দী পুত্র মানিক নন্দী প্রমুখ বিশিষ্ট জন। পরে সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, দীপশ্রী সিনহা, বাচিক শিল্পী দেবাশীষ বসু, ছন্দা সেন, মৌ ভট্টাচার্য, এমিলি বন্দ্যোপাধ্যায় প্রমুখ আজকের অনুষ্ঠানে র আকর্ষণ। উত্তম স্মৃতি সংসদ এর সাধন বাগচী র উপস্থিতি তে দর্শক আসন আনন্দমুখর হয়ে ওঠে।
আরো পড়ুন ব্যাগ ব্যবসায়ীর পচা-গলা দেহ উদ্ধার হালিশহরে, খুনের অভিযোগ পরিবারের
সঙ্গীত শিল্পী দীপশ্রী সিনহা র গানের ভুবন বই টি মহেশ গুপ্তার হাতে তুলে দিয়ে দীপশ্রী জানান তিনি কসবায় গানের ভুবন নামে একটি বাড়ি সঙ্গীত প্রদর্শনী একাডেমি তৈরি করছেন সঙ্গীত প্রেমীদের জন্য। এ কাজে তাঁকে বিশেষ ভাবে সাহায্য করছেন গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী তাপস রায় সহ সঙ্গীত প্রেমী বিশিষ্ট জন। মহেশ গুপ্তার এই অনবদ্য কাজের ভুয়সী প্রশংসা করেন সবাই এবং মঞ্চে শতাধিক গুণী মানুষদের সংবর্ধনা দেওয়া হয়।
Discussion about this post