নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পুলিশ-গুন্ডাকে কাজে লাগিয়ে গায়ের জোরে জেতার চেষ্টা করছে তৃণমূল। সোমবার সকালে খড়দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে চা চক্রে যোগ দিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
আরো পড়ুন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ, এসএসকেএমহলেন ভর্তি
এদিন চা চক্রে দলীয় প্রার্থী জয় সাহা ছাড়াও হাজির ছিলেন কলকাতা উত্তর শহরতলীর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মানুষ ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, বিএসএফের পরিধি বাড়ানোকে মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, যেদিন ওনার ভাইদের বিএসএফ তুলে নিয়ে গিয়ে জেলের ভাত খাওয়াবে। সেদিন বুঝতে পারবে।
আরো পড়ুন দুর্গা পূজো কেমন কাটালেন! জি বাংলার রিমলি সিরিয়ালের রিমলি?
দিলীপ ঘোষের অভিযোগ, গরু ও সোনা পাচারে সব নেতা ও পুলিশ জড়িত। তার কথায়, সবচেয়ে উত্তেজনাপ্রবন বাংলাদেশ সীমান্ত। চোরা চালানের জন্য ওখানকার সীমান্তবর্তী মানুষজন তিতিবিরক্ত।
Discussion about this post