নিজস্ব প্রতিনিধি : – বৃহস্পতিবার আকাশ পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে বগটুই গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি নিহতদের পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের লোকজন। এদিন আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আনারুলকে আত্মসমর্পন করতে হবে। নইলে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করবে।
আরো পড়ুন রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে বিধানসভা কক্ষে শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রামপুরহাট -১ ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু অনারুলের বাড়িতে গিয়ে পুলিশ তার সন্ধান পায়নি। তবে মোবাইলের সূত্র ধরে তারাপীঠে একটি হোটেলের কাছ থেকে রামপুরহাট কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভালো করে মামলা সাজাতে হবে। যাতে অভিযুক্তরা জামিন না পায়। আর যারা পালিয়েছে, তাদেরকেও ধরতে হবে। এখানেই শেষ নয়, রামপুরহাটের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুলিশের ব্যর্থতা স্বীকার করে নেন। মুখ্যমন্ত্রীর কথায়, আই সি, এস ডিপি ও ঠিকমতো দ্বায়িত্ব পালন করেন নি।
Discussion about this post