নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : –শেষদিনে জমজমাট প্রচার সারলেন বেলেঘাটার বিধায়ক তথা কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান তৃণমূল প্রার্থী পরেশ পাল। শুক্রবার সকাল থেকেই তিনি হুড খোলা জিপে চেপে ওয়ার্ডের প্রতিটি এলাকা চষে বেড়ালেন। ১৫টি ঘোড়ার গাড়ি,ধামসা, মাদল, ডিজে, মহিলা ঢাকি-সহ সুসজ্জিত মিছিলের মাধ্যমে রঙিন প্রচার সারলেন পরেশ পাল।
Discussion about this post