নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- শনিবার বর্ধমানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার বর্ধমানে বিজেপির পক্ষ থেকে কৃষক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। বিজেপির পক্ষ থেকে কৃষক মিছিল ও সভা করার পর, আজ শনিবার পাল্টা মিছিল ও সভা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনা,সিপিএম-কংগ্ৰেস-বিজেপির মিথ্যা অপপ্রচার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীন কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে, শনিবার বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিল ও সভা অনুষ্ঠিত হলো বর্ধমান কার্জন গেট সম্মুখে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য,মন্ত্রী স্বপন দেবনাথ,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্য,রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়নার বিধায়িকা শম্পা ধার,বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহার হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিল ও সভায় তৃণমূল কংগ্রেসের বিশাল সংখ্যক কর্মীরা হাজির ছিলেন।
মিছিল শেষে এইদিন একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “আমরা যদি দোষী হই তাহলে আমাদের নেতারা তো দিল্লী গিয়েছিলেন গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে কিন্তু তিনি পালিয়ে বেড়ালেন কেন! তার তো উচিত ছিল আমাদের নেতাদের সঙ্গে বসে কথা বলা। গিরিরাজ সিংয়ের পার্সোনাল সেক্রেটারি কে জিজ্ঞাসা করা হয় যে-বাংলার জব কার্ডের টাকা কেন দেওয়া হয় না। তিনি তার উত্তরে বলেন বিজেপির সংসদরা এসে বলে গেছেন ১০০ দিনের কাজ অর্থাৎ জব কার্ডের টাকা না দিতে সেই জন্য আমরা টাকা দিতে পারবো না। আবাস যোজনারও টাকাও দিচ্ছে না, তাহলে আপনারা ভেবে দেখুন বিজেপি দলটা কতটা নির্লজ্জ”। এছাড়াও দেবাংশু বলেন, “আপনাদের মধ্যে এখানে অনেকেই ২০২১এ বিধানসভা ভেবেছিলেন বিজেপি আসছে কিন্তু কি হল? ফল উলট-পালট হয়ে গেল।
দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া গেছে এবং বিজেপির অনেক নেতাই বলেছিলেন বিজেপি এসে গেছে তৃণমূলের দিন শেষ আপনারা তৈরি থাকুন। তাই সমগ্র বর্ধমান শহরবাসী মানুষদের বলছি দিদি থাকলেই তবে পশ্চিমবাংলা আরও উন্নতি হবে। তাই মা মাটি মানুষের পাশে থেকে একসঙ্গে জোট বদ্ধ হয়ে কাজ করুন এবং ভোট দিয়ে জয়যুক্ত করুন”। এছাড়াও এইদিন দেবাংশু বলেন,দিদি না থাকলে মিড ডে মিল পাবেন না, দিদি না থাকলে সবুজ সাথীর সাইকেল পাবেন না, দিদি না থাকলে লক্ষীর ভান্ডার পাবেন না। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সন্ত্রাসমূলক কাজ এবং ভুয়ো কাজ হয়, তার মধ্যে এক নম্বর উত্তর প্রদেশ। বাংলার মানুষেরা জব কার্ড এর টাকা পাচ্ছেন না,বিজেপি সরকার বলেছেন বাংলার অধিকাংশ মানুষের জব কার্ড ভুয়ো। কিন্তু কেন্দ্রে সরকার একটি রিপোর্ট বার করেছেন সেখানে উত্তরপ্রদেশ এক নম্বরে আছে, কিন্তু সেখানকার মানুষ টাকা পাচ্ছে। আর বাংলার মানুষেরা তার থেকে বঞ্চিত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post