নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার, মেমারির,সাতগেছিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সহকারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাতগেছিয়া তৃণমূল কংগ্রেসের আই এন টি টি ইউ সি অফিস প্রাঙ্গণ থেকে মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে মিছিলটি এবং সাতগেছিয়া চৌমাথায় সমাপ্তি হয় উক্ত মিছিল। মিছিলে শেষে চৌমাথায় কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি,এবং বিভিন্ন বিষয় কেন্দ্রিক প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেমারি-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সহ সভাপতি অমর সাহা , ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল, যুব সহ সভাপতি সঞ্জয় মন্ডল,ব্লকের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ব্লক মহিলা সভানেত্রী রাজলক্ষ্মী হাঁটি, অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা মন্ডল সহ ব্লক স্তরের ও অঞ্চল স্তরের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দরা ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post