নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল মহিলা কংগ্রেসের। শুক্রবার বিকেলে রহড়া বাজার থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে স্টেশন রোড ধরে বিটি রোডের মুখে গিয়ে মিছিল শেষ হয়।
আরো পড়ুন Petrol Diesel price hike: লিটার প্রতি ২.৪৭ টাকা বাড়ল পেট্রোল এর দাম
এদিনের মিছিলের নেতৃত্ব দিলেন খড়দা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরমাতা ও খড়দা বিধানসভার তৃণমূল সভানেত্রী নন্দিতা সিনহা। ধিক্কার মিছিলে সামিল হয়ে নন্দিতা দেবী বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। রান্নার গ্যাস হাজার টাকা ছুঁইছুঁই। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাসের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে।
Discussion about this post