নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রামনবমী উপলক্ষে রবিবার বিকেলে কামারহাটির পাঞ্জাভিলা হনুমান মন্দিরে মিছিল করে এসে পুজো দেবেন স্থির করেছিলেন বিজেপির কার্যকর্তা ও দলীয় কর্মীরা। অভিযোগ, মিছিল শুরুর মুহুর্তে তৃণমূল কাউন্সিলর দলবল নিয়ে সেই মিছিল আটকে দেন। মিছিল আটকে দেওয়াকে ঘিরে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা বেধে যায়। পাঞ্জাভিলায় উত্তেজনার সৃষ্টি হলে বেলঘড়িয়া থানার পুলিশ এসে উভয় পক্ষকেই সরিয়ে তপ্ত পরিস্থিতির সামাল দেয়।
আরো পড়ুন বাংলায় রাবন বধ শুধু সময়ের অপেক্ষা, দাবি অর্জুন সিংয়ের
বিজেপি নেতা পুলক চৌধুরীর অভিযোগ, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূল কাউন্সিলর বিমল সাহা দলবল নিয়ে মিছিল আটকে দিয়েছে। অপরদিকে তৃণমূল কাউন্সিলর বিমল সাহার দাবি, বহিরাগতরা এসে অশান্ত করার চেষ্টা করছিল। যারা এসেছিল তারা কেউই বিজেপির স্থানীয় নেতা কিংবা কর্মী নন। অশান্তি যাতে না হয়, তার জন্য ওনাদের চলে যেতে বলা হয়েছে।
Discussion about this post