নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এয়ের জালে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং। বৃহস্পতিবার সকালে নমিত সিং-কে গ্রেপ্তার করে জগদ্দল থানায় নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ মার্চ সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির অদূরে নমিত সিংয়ের ঘর থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর তাজা বোমা জগদ্দল থানার পুলিশ উদ্ধার করেছিল। ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করে এন আই এ। এদিন সকালে নমিত সিংকে দীর্ঘক্ষন জগদ্দল থানায় জেরা করে এন আই এ। তারপর বেলা ১২-৪৫ মিনিট নাগাদ থানা থেকে কলকাতায় এন আই এ দপ্তরে নিয়ে যায় তদন্তকারীরা।
Discussion about this post