আমজাদ আলী, মালদা: মনোনয়ন পর্ব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি।হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রহমতপুর ২১১ নম্বর বুথ থেকে তৃণমুলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মোহাম্মদ আলম। এবছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমুলের নতুন মুখ হিসেবে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছেন। রবিবার রাত্রে জেলা পরিষদের ১৩ নম্বর প্রার্থী তথা নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুনকে সাথে নিয়ে প্রচারে নেমে পড়েন মোহাম্মদ আলম। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সভাপতি মোশারফ হোসেন, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক যুব সভাপতি জিয়াউর রহমান সহ অন্যান্য বুথের প্রার্থী ও কর্মীরা।
প্রথমে রহমতপুর ২১১ নম্বর বুথের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে জন সম্পর্ক অভিযান করেন। তারপরে মন্ত্রী তাজমুল হোসেন রহমতপুরের তরলতলায় এলাকার মানুষকে নিয়ে এক সভা করেন। রাজনীতিতে নতুন মুখ হলেও এলাকায় বিশেষ পরিচিতর কারণে বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পান। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জয় নিয়ে নিশ্চিত তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রার্থীদের দাবি, ১৫ বছর কংগ্রেস পঞ্চায়েত থাকা সত্ত্বেও সঠিকভাবে পরিষেবা পায়নি মানুষ। প্রার্থীকে কাছে পেয়ে পানীয় জল সহ নিকাশি নালা নিয়ে অভিযোগ জানান ওই বুথের ভোটাররা।তৃণমুল প্রার্থী আশ্বাস দেন, মানুষ তাকে সুযোগ দিলে তিনি পাশে থেকে এলাকার সমস্যা সমাধান করবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post